Ashram: একর্ণ কানাডা এবং ৩০ ডেন্টন এভিনিউ-এর অধিবাসীদের উদ্যোগে “টেন্যান্ট স্পিক আউট” শীর্ষক প্রতিবাদ-সমাবেশ

Posted August 1, 2017

একর্ণ কানাডা (ACORN Canada) এবং ৩০ ডেন্টন এভিনিউ-এর অধিবাসীদের উদ্যোগে গত ২৯ জুলাই ২০১৭ শনিবার দুপুর বারোটায় ৩০ ডেন্টন এভিনিউ, স্কারবরো, অন্টারিওতে “টেন্যান্ট স্পিক আউট” শীর্ষক একটি প্রতিবাদ-সমাবেশের আয়োজন করা হয়।

Posted August 1, 2017

একর্ণ কানাডা (ACORN Canada) এবং ৩০ ডেন্টন এভিনিউ-এর অধিবাসীদের উদ্যোগে গত ২৯ জুলাই ২০১৭ শনিবার দুপুর বারোটায় ৩০ ডেন্টন এভিনিউ, স্কারবরো, অন্টারিওতে “টেন্যান্ট স্পিক আউট” শীর্ষক একটি প্রতিবাদ-সমাবেশের আয়োজন করা হয়। 

একর্ণ কানাডা-এর প্রতিনিধি মোহাম্মদ রুকনুজ্জামান ও মারাত্মকভাবে ভুক্তভগী এপারট্মেন্টবাসীদের  নেতৃত্বে এই প্রতিবাদ-সমাবেশে  ধর্ম-গোত্র নির্বিশেষে  ব্যাপক সংখ্যক অংশগ্রহণকারী  রিয়ালস্টার ম্যানেজমেন্ট (Realstar Management)-এর ধারাবাহিক অসম্মানজনক আচরণ ও সাম্প্রদায়িক মানসিকতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ প্রদর্শন করে। 
 
উক্ত প্রতিবাদ-সমাবেশে সিবিসি, সিপিটুয়েন্টিফোর, সিটি নিউজ, স্কারবরো মিররসহ কানাডার মূলধারার মিডিয়াদের উপস্থিতিতে ভুক্তভগীরা বর্ণনা করেন কীভাবে তারা ধারাবাহিকভাবে ডাকাতি, চুরি, গাড়ি-ভাঙচুর, অতিরিক্ত ভাড়া আদায়, কর্মচারীদের অপেশাদার আচরণসহ বিভিন্ন দুর্দশার শিকার হচ্ছেন দিনের পর দিন। ম্যানেজমেন্টের সৃষ্ট এই পদ্ধতিগত ও ইচ্ছাকৃত নিরাপত্তাহীনতায়  ভীত  ৩০ ডেন্টন এভিনিউ-এর অধিবাসীদের সাথে একাত্মতা ঘোষণা করে উক্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
 
এরই ধারাবাহিকতায় বিভিন্ন জ্রুরি দাবি আদায়ের লক্ষ্যে রিয়ালস্টার ম্যানেজমেন্ট –এর প্রধান নির্বাহী ওয়েন স্কুইবকে একটি দাবিপত্রও প্রদান করা হয়।
 
***
Source: Ashram
 
 
 

Campaigns